১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। পরদিন পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার নূরুল আমিন তাচ্ছিল্য করে বলেছিলেন, ‘ওটা ছ’মাসের দল’। নূরুল আমিন মারা গেছেন ১৯৭৪ সালে। নিশ্চয় দেখে গেছেন ছ’ মাসের দলটির রাজনৈতিক নেতৃত্বে ৭ কোটি বাঙালি একটি স্বাধীন দেশের মানচিত্র এঁকে দিয়েছে। সেই দলটি ২০২০ সালে ৭১ বছর বয়সে পা দিলো। আওয়ামী […]