ঘুরে দেখা ব্যাংকক পাতায়া থেকে ব্যাংকক আমরা রওনা দেই ২ জানুয়ারি। বেলা ১২ টার দিকে পাতায়ার হোটেল থেকে চেক-আউট হয়ে গাড়িতে বসি। এর আগে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা পাতায়া যাই। সন্ধ্যার অন্ধকার নেমে আসায় হাইওয়ে দেখা সম্ভব হয়নি। তবে এবার ব্যাংকক যাত্রা দিনে হওয়ায় হাইওয়ে দেখা সুযোগ হলো। তাদের হাইওয়ে অসাধারণ পদ্ধতিতে তৈরি করা […]